চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক সচেতনতামূলক সভা

সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হবে মোটরসাইকেল চালকদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে সড়কের নিয়ম-কানুন মেনে গাড়ি চালাতে হবে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জর পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেছেন, যে কোনো মূল্যে জেলার সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হবে। গাড়িচালক এবং তার সহকারীসহ মোটরসাইকেল চালকদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে। ট্রাফিক আইন ও সড়কের নিয়ম-কানুন মেনে গাড়ি চালাতে হবে। তিনি বলেন, ওভারলোডিং করা যাবে না, ঘুমিয়ে গাড়ি চালানো যাবে না, বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।

বৃহস্পতিবার জেলা পুলিশ আয়োজিত ট্রাফিক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

পরিবহন শ্রমিকদের জন্য গঠিত ট্রাস্টি বোর্ডের সুবিধার কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন- আপনাদের বিষয়গুলো জানতে হবে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। রাস্তায় চলাচলের সময় পথচারীদেরও সচেতন হতে হবে। ইচ্ছেমতো রাস্তা পারাপার হওয়া যাবে না। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম শাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলীসহ পরিবহন সেক্টরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ। সভা সঞ্চালনা করেন জেলা পুলিশের ট্রাফিক শাখার টিআই (প্রশাসন) মো. হামিদুল ইসলাম।