নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সাধারণ ও পেশাজীবি মানুষের মাঝে বিএনপি’র লিফলেট বিতরণ

নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে সাবেক এমপি হারুন জনগনকে ভোট বর্জনের আহবান জানান

নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সাধারণ ও পেশাজীবি মানুষের মাঝে বিএনপি’র লিফলেট বিতরণ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জনের আহবান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে সাধারণ ও পেশাজীবি মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপি। 

বুধবার দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন এর নেতৃত্বে জেলা শহরের আদালত এলাকা, নিউ মার্কেট ও শহীদ সাটু হল এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। 

এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন। নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে সাবেক এমপি হারুন জনগনকে ভোট বর্জনের আহবান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি হারুনুর রশীদের নেতৃত্বে মিছিল ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আহসান হাবীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

অন্যদিকে, অসহযোগ আন্দোলন বাস্তবায়ন ও ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

এদিকে বুধবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞার নেতৃত্বে বিএনপির একটি দল বিভিন্ন পেশাজীবী ও পথচারীর মাঝে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করে। এছাড়া শিবগঞ্জ বাজার, পৌর মার্কেট, কুমারপাড়া ও স্বর্ণকার পট্টিসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা। এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।পরে বাজারের পৌর মার্কেট মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে নির্বাচন বর্জনের আহবান জানানো হয়। এ সময় তার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানীর কারনে ভোটারদেরকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানান বিএনপির এ নেতা।