চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের বাবুপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের বাবুপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় ৩২টি মোবাইল উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে মনাকষা বিওপির একটি টহলদল

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে।

এ ঘটনায় উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।