চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম, উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, বিভিন্ন দপ্তরের, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, সাধারন সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু সহ সকল দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।
সভায় জানানো হয়, দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা করা হবে।

১৬ ডিসেম্বর সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১১ টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং এক দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।



