মহানন্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
চরঅনুপনগর এলাকায় মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়
চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর এলাকায় মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মো. মেজাদুর রহমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন জানান, চরঅনুপনগর এলাকায় মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মো. মেজাদুর রহমান নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।