জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী
আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জে যাকেই নৌকার মনোনয়ন দিবেন তার জন্যই আমরা কাজ করব।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুহুল আমিন বলেন-আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে শ্রমিক লীগের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে র্যালি, আলোচনা সভা, কেট কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের শহিদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সমানে আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফকরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজ্জামান।
অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহজালাল শাহীন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।
সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা এবং সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। কর্মসূচিতে শ্রমিক লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে কেট কাটেন নেতৃবৃন্দ। পরে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।