চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে এরফান গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ,সাবেক এমপি মো. লতিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমান,সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন,এরফান গ্রুপের জিএম আলহাজ্ব সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম, জেলা ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার,ট্রাক মালিক গ্রুপের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন,জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও বিশিষ্ট ব্যবসায়ীগণ। ইফতার পূর্বে মরহুম এরফান আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।