ক্যান্সারে আক্রান্ত নিলয়-হরিমোহনিয়ানদের আর্থিক সহায়তা প্রদান
উত্তর বঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল এসএসসি ব্যাচ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. আরিফুজ্জামান নিলয় (এসএসসি–২০১৮) এর উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন,চাঁপাইনবাবগঞ্জ :উত্তর বঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল এসএসসি ব্যাচ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. আরিফুজ্জামান নিলয় (এসএসসি–২০১৮) এর উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত ওই বিদ্যালয়ের কক্ষে নিলয়ের বাবা আবু খালেদ বিশ্বাস পলাশের কাছে সর্বমোট ৭ লাখ ৯৪ হাজার ৬৮৮ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস, হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মো. আজহারুল ইসলাম পিন্টু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশসহ অন্যরা।
জানা যায়, আরিফুজ্জামান বিশ্বাস (নিলয়) প্রায় দুই বছর ধরে এমপিএন (MPN) নামক একটি বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই রোগে রক্তকণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে তাঁর শরীরে ওষুধের কার্যকারিতা কমে আসছে এবং পুনরায় রক্তকণিকা বেড়ে যাওয়ায় ব্যথাসহ নানা জটিল উপসর্গ দেখা দিয়েছে।
মাত্র ২৩ বছর বয়সে এই রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসকরা বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের মতে, অল্প বয়সে এই চিকিৎসার সফলতার হার তুলনামূলক বেশি। তবে এ চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। ইতোমধ্যে চিকিৎসা ব্যয় বাবদ প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে এবং বর্তমানে প্রতি মাসে ওষুধ বাবদ প্রায় লাখ টাকা ব্যয় হচ্ছে।

এ অবস্থায় আরিফের চিকিৎসা অব্যাহত রাখতে দেশবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার, সহপাঠী ও বিদ্যালয়ের প্রাক্তনরা। হরিমোহনিয়ানদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত প্রধান শিক্ষক বলেন, এই মানবিক সহায়তা আরিফের নতুন জীবনের পথে আশার আলো হয়ে উঠবে।
সহায়তা পাঠানোর ঠিকানা-
নাম: Arif Uz Zaman Biswas
ব্যাংক: AB Bank, Chapai Nawabganj Sadar
অ্যাকাউন্ট নম্বর: 4204347944308
মোবাইল/বিকাশ: 01857620550



