চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টনের দাবিতে বিএনপির গণসমাবেশ

যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী। অপরদিকে বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে হারিয়ে যাচ্ছে হাজারো বসতবাড়ি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টনের দাবিতে বিএনপির গণসমাবেশ

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী। অপরদিকে বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে হারিয়ে যাচ্ছে হাজারো বসতবাড়ি। নাব্য সংকট ও ভাঙনকবলিত মানুষের এই দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে ‘চলো যাই ভাই, পদ্মা বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় বিএনপির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মিনু, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবু সাইদ চাঁদ, রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন রাজশাহী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, রাজশাহী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান, সাবেক হইপ ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ শাজাহান মিঞা, কেন্দ্রীয় বিএনপি'র শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব রফিকুল ইসলাম সমাবেশে উপস্থিত হননি। তাদের দাবি কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পদ্মার ন্যায্য হিস্যা চাই, ফরাক্কা বাঁধের জন্য পদ্মা, তিস্তা, মহানন্দাসহ সকল নদী শুকিয়ে যাচ্ছে, কৃষকেরা ফসল ফলাতে পারছেনা, আজ যদি পদ্মায় ন্যায্য পানি পেতাম তাহলে আমরা কৃষি ও মৎস্য চাষে বিপ্লব ঘটাতে পারতাম। বর্ষায় আমরা ডুবছি, খড়াই তীব্র গরম আর নদী ভাংগনে ভিটেমাটিসহ হাজার হাজার আবাদি জমি নদীর গর্ভে বিলিয়ন হচ্ছে। এই জন্য নিজেদের অধিকার আদায়ের জন্য আগামীতে একটি শক্তিশালী সরকার নির্বাচিত করতে হবে, আর একমাত্র বিএনপি সরকারই পারবে আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে।অতএব আগামীতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।