চার বিভাগে নির্বাচন পর্যবেক্ষণ করবেন মার্কিন প্রতিনিধিদল
আসন্ন জাতীয় নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের একটি ‘ইন্ডিপেন্ডেন্ট’ (স্বাধীন) প্রতিনিধি দল দেশের চার বিভাগে নির্বাচন পর্যবেক্ষণে যাবেন।

আসন্ন জাতীয় নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের একটি ‘ইন্ডিপেন্ডেন্ট’ (স্বাধীন) প্রতিনিধি দল দেশের চার বিভাগে নির্বাচন পর্যবেক্ষণে যাবেন। বলে জানিয়েছেন ।
আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও যাতায়াতের ব্যবস্থা নিয়ে জানতে চেয়েছেন।
তিনি বলেন, মার্কিন দূতাবাস থেকে যে স্বাধীন প্রতিনিধি দল আসবেন, তারা আমাদের ফরমাল অবজার্ভার না। এমনিতে ভোটের অবস্থা দেখতে যাবেন। ওনারা উনাদের সেনেটে একটা রিপোর্ট করবেন।
তিনি আরো বলেন, তারা কী করবেন, কীভাবে অবজার্ভ করবেন, এ ব্যাপারে আমরা কিছু বলি নাই। আমাদের এখতিয়ারও নাই। তবে ওনারা কজন যাবেন, সেই লিস্ট আমাদের দেবেন। আমরা তখন ফ্যাসিলিটেট (সহায়তা) করব। সূত্র_কালের কন্ঠ




