উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গা মাদ্রাসা
শ্রেষ্ঠত্ব অর্জন করায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানান জেলা পরিষদের চেয়ারম্যান
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছে সদর উপজেলার বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।
সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের কাছে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন শ্রেষ্ঠত্ব অর্জন করায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন এবং শিক্ষার মানোন্নয়নে আরো এগিয়ে যাওয়ার আহ্বান জানান।