চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ৪জন বাংলাদেশী আটক 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪জন বাংলাদেশীকে আটক করে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ৪জন বাংলাদেশী আটক 

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪জন বাংলাদেশীকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর আওতাধীন ফতেপুর বিওপির সীমান্ত পিলার ১৩/১-এস এর নিকট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর হাটপাড়ার ফজলু আলীর ছেলে নুহ নবী (৩৫),পারুল আলীর ছেলে সুমন (৩০),মালেক আলীর ছেলে এম (২৬) এবং সাহাপাড়ার নুরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭)। এ সময় তাদের কাছে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন পাওয়া যায়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, বিজিবির একটি বিশেষ টহল দল তাদের কার্যক্রম পরিচালনা করার সময় সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছে থেকে ৪ জন ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।