চাঁপাইনবাবগঞ্জে একতা যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতারণ

ঈদের আনন্দ ভাগ করে নিতে ডের শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের পাসে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জের একটি সামাজিক ও সেবা মূলক সংগঠন একতা যুব সংগঠন।

চাঁপাইনবাবগঞ্জে একতা যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতারণ

নিজস্ব প্রতিবেদন: ঈদের আনন্দ ভাগ করে নিতে ডের শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের পাসে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জের একটি সামাজিক ও সেবা মূলক সংগঠন একতা যুব সংগঠন।

সামাজিক সেবা মূলক এ সংগঠনটির উদ্যোগে ডের শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতারণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বটতলা হাটের গরুর ছাড় ঘর কক্ষে এইসব তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

সংগঠনটির উপদেষ্টা সোহেল রানা ফটিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আব্দুল বারেক, চার তলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল আজিজ, একতা যুব সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সিহাব ইসলামসহ অন্যরা। এসব ঈদসামগ্রীর ভেতরে ছিলো, সেমাই, চিনি, বুনদিয়া, নুডলস, পাপর আটা, আলু, পিয়াজ।

এসময় একতা যুব সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাব্বির হোসেন বলেন, আমরা এই সংগঠনটি তৈরি করেছি চাঁপাইনবাবগঞ্জের অনেক অসহায় দরিদ্র মানুষের কথা ভেবে আমরা আমাদের সাধ্য মত তাদের পাশে দাঁড়ায় এবং তাদের পাশে সবসময় থাকার জন্যই এই সংগঠন। এসময় তিনি আরও জানান, শুধু ঈদ সামগ্রী নয় আমার জরুরী রক্ত দান শীত বস্ত্র অসহায়দের চিকিৎসাসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করার কথা জানান ও সকল সংগঠনকে পাসে থাকার আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া চানতিনি।