চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্র স্থাপন কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের ওপর দাবি অথবা আপত্তি নিষ্পত্তিকরণ বিষয়ক ভোট কেন্দ্র স্থাপন কমিটির এক সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের ওপর দাবি অথবা আপত্তি নিষ্পত্তিকরণ বিষয়ক ভোট কেন্দ্র স্থাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পশাসক এ কে এম গালিভ খাঁন। সূচনা বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম। এছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ, গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল আহমেদ, নাচোল উপজেলা নির্বাচন অফিসার মো, জয়নুল আবেদীন, ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মানিকসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, চাঁপাইনবাবগঞ্জে ইতোমধ্যে একটি উপনির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আশা করি, আগামী ৮ মের উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।