চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা জব্দ করেছে পুলিশ।এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা
পুলিশ সূত্রে জানা যায়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় এসআই সোহায়বুর রহমান, এএসআই ফারুক হোসেন,এএসআই সামিউর রহমান ও এএসআই আমিনুল ইসলাম ফোর্সসহ ( ৭ অক্টোবর) গতকাল মঙ্গলবার রাত্রি ১১ টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় অভিযান চলাকালে ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের একটি ট্রাকটি থামানোর জন্য সংকেত দিলে চালক সড়কে ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার কৌশলে ট্রাক থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশী করলে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।