চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মোঃ মজিবুর রহমান (৬৫), পিতা-মৃত আলফাজ এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোঃ দুরুল হুদা (৫৩), পিতা-মৃত এরফান আলী, সাং-জয়ন্দিপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।
এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলের বাম পাশে থাকা নেভি-ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।