খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ যোহর জেলা শহরের হুজরাপুর মোড়স্থ ইমরান টাওয়ারে ব্যক্তিগত উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করে শিল্পপতি মোঃ সেলিম রেজা।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ হারুন। 

এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও আব্দুল বারেক, এ্যাড. আব্দুস সালাম তালুকদার, বিএনপি নেতা ইউসুফ আলী লাভলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল অনুষ্ঠানে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশবাসীর কল্যাণে তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে আয়োজক ইমরান টাওয়ারের মালিক ও শিল্পপতি মোঃ সেলিম রেজা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- এ জন্যই আজকের এই দোয়া মাহফিলের আয়োজন।