চাঁপাইনবাবগঞ্জে সিপিবির জাতীয় পতাকা মিছিল

বিজয়ের মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জাতীয় পতাকা মিছিল করেছে

চাঁপাইনবাবগঞ্জে সিপিবির জাতীয় পতাকা মিছিল

টুটুল রবিউল চাঁপাইনবাবগঞ্জঃবিজয়ের মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জাতীয় পতাকা মিছিল করেছে। 

দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলের দলীয় কর্মসুচীর অংশ হিসেবে রবিবার বিকেলে এ মিছিল করে সিপিবি জেলা কমিটি।

জাতীয় পতাকা মিছিলটি জেলা শহরের ফুড অফিস মোড় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। 

জানা যায়,এ কর্মসূচি পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শন তুলে ধরেছে দলটি। 

জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড হুমায়ূন কবির ও কেন্দ্রীয় সংগঠক কমরেড আবু হাসিবসহ অন্যরা।