চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ ডেঙ্গু আক্রান্ত আরো ৯, হাসপাতালে ভর্তি ৩৯ জন
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন শনিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কামালপুর এলাকার ৬ বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
অন্যদের মধ্যে একজনের বাড়ি নতুন ব্রিজ এলাকায়, একজনের রানীহাটি, একজনের কানসাট। এরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন। অপরদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনের বাড়ি একবরপুর, একজনের পারদিলারপুর, একজনের বাবুপুর। এছাড়া নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন একজন, তার বাড়ি নেজামপুর এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন একজন, তার বাড়ি হোসেনভিটা গ্রামে।
বর্তমানে জেলায় ছয় শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৯ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৩ জন পুরুষ ও ১০ নারীসহ ২৩ জন, শিবগঞ্জে ৮ নারী ও ৭ জন পুরুষসহ ১৫ জন এবং ভোলাহাটে একজন রোগী ভর্তি অছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬০৭ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৫২ জন নারী রয়েছেন।
শনিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।