চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বিনিয়োগে অগ্রাধিকার-কন্যাশিশুর অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশুদিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেছেন, কন্যাশিশুদের জন্য রাষ্ট্র অনেক কিছু করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কাজ করা হচ্ছে। আমি মনে করি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু অ্যাকাডেমি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বিত প্রচেষ্টায় বাল্যবিয়ে প্রতিরোধসহ কন্যশিশুদের জন্য রাতদিন অনেক কাজ করা যায়। আমরা চাই, কন্যা শিশুরা যেন তাদের জীবন থেকে অকালেই ঝরে না পড়ে, তারা যেন লেখাপড়া করার সুযোগ পায়, তারা যেন নিজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। কন্যাশিশুদের অবহেলা করে বাল্যবিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার আহ্বান জানান তিনি।

শনিবার (৩০ সপ্টেম্বের) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশু বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসকের বাস্তবায়নাধীন পদক্ষেপগুলো তুলে ধরেন জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা সফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সম্বয়কারী মোমেনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের তৌফিকা আক্তার ও বারঘরিয়া কিশোর কিশোরী ক্লাবের স্মৃতি রানী পাল।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন তাসনিম তানহা ও সিফাত আরাসহ অন্যরা। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই কর্মসূচির আয়োজন কিরে।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মিনি কনফারেন্স রুমে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।

বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। অন্যান্য উপজলোতওে দবিসটি পালতি হয়ছে