চাঁপাইনবাবগঞ্জ সদর ইউএনও নুরুল ইসলাম বদলি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বদলি হয়েছেন

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বদলি হয়েছেন। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাই-প্রশাসন ২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষারত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এ নির্বাহী কর্মকর্তাকে জয়পুরহাটের অতিরিক জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
২৭ আগস্টের প্রজ্ঞাপনে উল্লেখ আছে ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম। তাকে পদেড়তি দিয়ে জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাষক হিসেবে নিয়োগ দেয়া।
তিনি চলতি বছরের জুন মাসের ৪ তারিখে এ উপজেলায় যোগদান করেছিলেন।