চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুইজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুইজন নিহত হয়েছেন।
রবিবার বিকালে জেলা শহরের সোনারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৪) নামের এক মোটরসাইকেল চালক ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড় এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারালে গাছের সাথে ধাক্কায় সাবিকুন নাহার (১৯) নামে এক কিশোরী নিহত হন। এ সময় প্রাইভেট কার চালক আহত হয়েছে।
নিহত ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। সাবিকুন নাহার শহরের বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান। দুটি সড়ক দুর্ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।