চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে সচেতন নাগরিক কমিটি সনাক এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আরো বলেন— সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে পারলে তরুণদের আত্মত্যাগের প্রকৃত মূল্য প্রদান করা যাবে। তাই দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন অপরিহার্য। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করে সম্পৃক্ত করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না।

তথ্য অধিকার আইনে স্বপ্রণোদিতভাবে তথ্য উন্মুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল কর্মকর্তাকে স্ব স্ব কার্যালয়ের তথ্য স্বপ্রণোতিদতভাবে জনগণের জন্য উন্মুক্ত করার জন্য অনুরোধ জানান। তিনি জেলা ওয়েবপোর্টালে যুক্ত সকল সরকারি দপ্তরের তথ্য হালনাগাদ করার জন্য দপ্তর প্রধানগণের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, জনগণ যত বেশি তথ্য চায়বে, দপ্তরগুলোর তথ্য প্রদানের প্রবণতা তত বৃদ্ধি পাবে।

সভায় সূচনা বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান, সনাক সদস্য আসরাফুল আম্বিয়া সাগর, বেসরকারি সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, আরএসডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পচিালক মঞ্জুরুল ইসলাম বাবু, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ডাসকোর সমন্বয়ক আবু হেনা মো. ফিরোজ।

সভায় সনাকের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। আলোচনা সভায় নির্বাহী ম্যাজিস্টেটগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সনাক ও ইয়েস গ্রুপের সদস্য, টিআইবি কর্তকর্তাসহ বিভিন্ন পেশার ১২১ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।