চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর কামারপাড়ার মৃত আলম আলীর ছেলে মুকুল(৪০) ও একই পাড়ার মৃত শাম মোহাম্মদ আলীর ছেলে সেলিম রেজা(৩৬)

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সময় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয় ও পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।