কারারুদ্ধ ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের মানববন্ধন
২০০৯ সালে বিডিআর বিদ্রোহের মিথ্যা দায়ে কারারুদ্ধ ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা
টুটুল রবিউল চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের মিথ্যা দায়ে কারারুদ্ধ ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বুধবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয় ।বিডিআর কল্যাণ পরিষদ কমিটি, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে
মানববন্ধনের সভাপতি বিডিআর বিদ্রোহের মিথ্যা সাক্ষী না দেয়ার অপরাধে চাকুরিচ্যুত নায়েক আকতারুজ্জামান তার বক্তব্যে বলেন, ভারতের এজেন্ডা বাস্তবায়নে হাসিনা সরকার পরিকল্পিতভাবে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ ঘটায়। এ ঘটনায় বিডিআর সদস্যরা কোনভাবেই জড়িত নয়। 'র' এর সদস্যেদর প্রত্যক্ষ মদদে ১৬ জন বিডিআর জওয়ান এ বিদ্রোহ সংঘটিত করে। বিদ্রোহ সম্পন্নের পর 'র' এর সদস্যেদর সাথে অভিযুক্ত ১৬ জন বিডিআর সদস্যকে বিমানযোগে বিদেশ পাঠিয়ে দেয় শেখ হাসিনা সরকার।
তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহের মুল ঘটনাকে আড়াল করতে শেখ হাসিনা সরকার অবৈধ আদালত স্থাপন করে নিরপরাধ বিডিআর সদস্যদের শাস্তি প্রদান করে। প্রহসনের আদালতে কোন কথা বলা দুরের কথা কোন আইনজীবি নিয়োগ করতে দেয়া হয়নি ভুক্তভোগীদেরকে। আদালতের বিচারক ওপরের নির্দেশে বিডিআরের নিরপরাধ সদস্যদের শাস্তি প্রদান করেছে। প্রহসনের আদালত যাদের খালাস দিয়েছে তারাও আজ পর্যন্ত কারাগার থেকে মুক্তি পায়নি।
তিনি নিরাপরাধ সকল বিডিআর সদস্যকে মুক্তি দিয়ে তাদেরসহ চাকুরিচ্যুত সকল সদস্য চাকুরিতে পূনর্বহালের জোর দাবি জানান। তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির কাছে স্বাক্ষ্য দিতে প্রস্তুত বলে জানান।
মানববন্ধনে ভুক্তভোগী বিডিআর সদস্য আব্দুল মতিন, রুবেল রানা, শফিকুল ইসলাম, সোহেল রানাসহ কারারুদ্ধ ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।