চাঁপাইনবাবগঞ্জে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ব্যবসায়ীর ওপর রড দিয়ে হামলা চালিয়ে প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ব্যবসায়ীর ওপর রড দিয়ে হামলা চালিয়ে প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর এলাকার একরামুল হকের ছেলে কাইয়ুম (৩৫) এবং একই ইউনিয়নের খোন্দা মাস্তানবাজার এলাকার সাত্তার আলীর ছেলে মন্ত্রি বাবু (২৬)
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া'র তত্ত্বাবধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ দল আজ সোমবার(২১জুলাই) শিবগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জান যায়,ভুক্তভোগী ব্যবসায়ী বিনোদপুর বাজারে কিটনাশক ও বিকাশ এজেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত গাজীউর রহমানের ছেলে মোঃ বাবর আলী (৪৩)।
আরও জানা গেছে,শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে তিনি তার দোকান বন্ধ করে হালখাতার ১১ লাখ টাকা এবং হিসাব খাতা একটি সাদা ব্যাগে করে বাসায় ফিরছিলেন। পথে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে সেতাব উদ্দিনের বাঁশঝাড় সংলগ্ন হাঁটার পথে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে।অভিযুক্তরা হলেন,শিবগঞ্জ উপজেলার লছমানপুর, চামাটোলা গ্রামের একরামুল হক এর ছেলে কাইয়ুম (৩৫), খোন্দা মাস্তানবাজার এলাকার মোঃ সাত্তার আলীর ছেলে বাবু ওরফে মন্ত্রী বাবু (২৬) ও অজ্ঞাত ব্যাক্তি নাইম। তারা ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে টাকা ও খাতাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে চলে যায়। বাবর আলীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে কাইয়ুম ও বাবুকে গ্রেফতার করে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ থানা