চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৮৮ পিস ইয়াবাসহ মো. সিহাব আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৮৮ পিস ইয়াবাসহ মো. সিহাব আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত রবিবার রাতে মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিহাব উপজেলার জমিনপুর খাড়োগ্রামের মো. মতিউর রহমানের ছেলে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানায়।

র‌্যাব আরো জানায়, র‌্যাবের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় অভিযান চালায়। অভিযানে ৫৮৮ পিস ইয়াবাসহ মো. সিহাব আলীকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানায়।