চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক গ্রেফতার হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক গ্রেফতার হয়েছেন। পরে তাদের বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত পৃথক অভিযানে ওই ৪ জন গ্রেফতার হন। এদিকে শেখ হাসিনার রায়কে ঘিরে জেলা শহরসহ জেলাব্যাপী বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোক্তারুল ইসলাম রাজু (৩৮), নাচোলের ফতেপুর ইউনিয়ন আওযামী লীগ সমর্থক জাহাঙ্গীর আলম (৩৬), ফতেপুর ইউপি ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আবুল কালাম (৫২) এবং ফতেপুর ইউনিয়ন যুবলীগ সমর্থক সরোয়ার হোসেন সুমন (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার রায় ঘিরে শেখ হাসিনার রায়কে ঘিরে জেলা শহরসহ জেলাব্যাপী বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো গোলযোগের খবর পাাওয়া যায়নি।




