চাঁপাইনবাবগঞ্জে দুই গণমাধ্যমকর্মী হামলার শিকার

গণঅধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাঁদের মারধর করেছে

চাঁপাইনবাবগঞ্জে দুই গণমাধ্যমকর্মী হামলার শিকার

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লাহারপুরে মারধরের শিকার হন তারা। 

হামলার শিকার সাংবাদিকরা হলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আশিক আলী ও স্থানীয় আলোকিত গৌড়ের বার্তা সম্পাদক ইসারুল হক।

এ দুজনের অভিযোগ,গণঅধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাঁদের মারধর করেছে। 

সাংবাদিক আশিক আলী বলেন,লাহারপুরে মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। গণঅধিকার পরিষদের নেতারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও ইসারুল হক আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ইসারুল হক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম জাকারিয়া। তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। নিষ্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।