চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে তার বিরোধী পক্ষ গত ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর এলাকায় একটি মশাল মিছিল ও বিক্ষোভ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উক্ত সংবাদ সংগ্রহকালে বেসরকারী টেলিভিশন সময় টিভির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর সন্ত্রাসী শুভ কর্তৃক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদজানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি। হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসী শুভকে দ্রুত গ্রেফতার কওে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, সদস্য ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আসলাম উদ দোলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড, নূরে আলম সিদ্দীকি আসাদ, সাংবাদিক সাখওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু, সাংবাদিক মোঃ টুটুল রবিউল, মোঃ জারিফ হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মানববন্ধনে অংশ নেয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ

মানববন্ধনে সভাপত্বি করেন টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এস রোকন। এসময় বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা ঝুঁকির মুখে পড়বে। তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সিটিজেএ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে বলেও জানায় সংগঠনটি



