চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহিত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
সংগ্রহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহিত হয়েছেন।

রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ

নিহত বৃদ্ধ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মৃত মোত্তালেব হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত)এসএম শাকিল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত রবিবার রাতে আব্দুল হামিদ রাস্তা পার হচ্ছিলেন। এসময় কানসাট থেকে সোনামসজিদগামী একটি ব্যাটারি চালিত অটো তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তিনি মারা যান।