চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে প্রাণ গেল শ্রমিকের
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে ঢালাই করার ‘মিক্সার মেশিনের’নিচে চাপা পড়ে এক শ্রমিকের প্রাণ গেছে।

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে ঢালাই করার ‘মিক্সার মেশিনের’নিচে চাপা পড়ে এক শ্রমিকের প্রাণ গেছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, রবিবার সকালে শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫৫ বছর বয়সী মোংলু আলী ওই পৌরসভার মরর্দনা এলাকার কসিমুদ্দিনের ছেলে।
ওসি বলেন,সকালে একটি ট্রলির সঙ্গে মিক্সার মেশিন যুক্ত করে কাজে যাচ্ছিলেন মোংলু আলীসহ কয়েকজন শ্রমিক। পথে ট্রলির সামনের অংশ ভেঙে গিয়ে উল্টে যায়।
এ সময় মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে মারা যান মোংলু। পরে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া ।




