শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবক'কে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা

শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২৯ বোতল ফেন্সিডিলসহ এক যুবক'কে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

আটক ব্যক্তি: শিবগঞ্জের দক্ষিণ উজিরপুর এলাকার কামাল আলীর উদ্দিনের ছেলে জাহিদুল হক (১৮)।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জানুয়ারী) দুপুর সাড়ে ৩ টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাঙ্গারী পাড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় একটি ব্যাটারি চালিত অটো গাড়ি তল্লাশী করলে সীটের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ জাহিদুল'কে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।