শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল করিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া যুবক শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক। তিনি জানান, দুপুরে আবদুল করিম নিজ বাড়ির শয়নঘরে বিদ্যুতের কাজ করছিলেন।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।