র‌্যাবের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ ৩জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ ৩জন গ্রেপ্তার

র‌্যাবের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ ৩জন গ্রেপ্তার

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চালিয়েছে। পৃথক পৃথকভাবে চালানো অভিযানে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব এইতথ্য জানিয়েছে।

র‌্যাব-৫ জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র বহনের সময় মো. আমিরুল ইসলাম (৩৫) নামে একজনকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিরুল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বাগবাড়ী গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।

এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের অপর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব- চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার রাত সাড়ে ৩টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর পুরাতন গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে মো. তোজাম্মেল হক (৩৭) ও মৃত লায়েস উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪৫)কে ১শ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।