শিবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মতবিনিময়

শিবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিয়ে এবং ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচারের আহ্বান জানান।

শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- শিবগঞ্জ পৌরসভার সচিব মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহা. আব্দুল কুদ্দুস, সহকারী প্রকৌশলী (পয়ঃনিস্কাশন ও পানি) মো. আব্দুল মোনায়েম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা. নুরেফা, টিএলসিসির সদস্য মোহা. নেফাউর রহমান, মোহা. নাসিম। সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র-২ মো. আজিজুর রহমান।

সভায় পৌরসভার অন্য কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নেও বাল্যবিয়ে ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।