শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত ২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র যথাযথ মাধ্যমে প্রেরণ করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি নিম্নস্বাক্ষরকারী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করতে পারছি না বিধায় আমি উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।
এমতবস্থায়, আমাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগপত্র গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।
এ ব্যাপারে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন চাঁপাই প্রেসকে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের পদত্যাগ সংক্রান্ত একটি পত্র পেয়েছি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠিয়ে দিয়েছি।