পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জে বিএনপির সমাবেশ

পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জে বিএনপির সমাবেশ

শিবগঞ্জ প্রতিনিধি:পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। বিশেষ ছিলেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম।

এছাড়া বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম। প্রতিপাদ্যে ছিল “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই”।