সোনামসজিদ জিরোপয়েন্টে স্বর্ণের বারসহ একজন আটক

সোনামসজিদ আইসিপি দিয়ে বাংলাদেশ হতে ভারতে যওয়ার সময় ৭টি স্বর্ণের বারসহ একজন আটক

সোনামসজিদ জিরোপয়েন্টে স্বর্ণের বারসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে জেলার সোনামসজিদ আইসিপি দিয়ে বাংলাদেশ হতে ভারতে যওয়ার সময় ৭টি স্বর্ণের বারসহ বাংলাদেশী পাসপোর্টধারী একজনকে আটক করেছে ৫৯বিজিবি। 

আটককৃত ব্যক্তি: রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রাণীনগর গ্রামের বেলাল উদ্দীন আহমেদের ছেলে মোহাঃ হামিদুল হক(৬১)।

শুক্রবার (২১ জুন ) রাতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়,নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যরা বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।

এক পর্যায়ে বিকাল সাড়েপাঁচ টার দিকে ১জন বাংলাদেশী নাগরিক মোহাঃ হামিদুল হক এর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে চেকপোষ্টে তল্লাশী করে। এসময় তার কোমরে আন্ডারওয়্যার এর বেল্টের ভিতরে অভিনব কায়দায় বহনকৃত ৭১০.৬৭ গ্রাম ওজনের ৭৪ লক্ষ ১০হাজর ১৫৬টাকা মূল্যের ২৪ ক্যারেটের ৭টি স্বর্ণের বার পাওয়া যায়।

এছাড়াও আটককৃত ব্যক্তির নিকট হতে ভারতীয় ৫ হাজার ৮০০ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজন এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পায়ুপথ স্বর্ণ পাচারের সময় গত ১০ জুন ৪টি স্বর্ণের বারসহ একজন কে আটক করতে সক্ষম হয়। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, জানান, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।