শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক
শনিবার দিবাগত রাতে শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ
গত সপ্তাহে ধারাবাহিকভাবে কয়েকদিন ডাকাতি হবার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের টনক নড়েছে।শনিবার দিবাগত রাতে শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ উপজেলার কানসাট - ভোলাহাট সড়কের মোবারকপুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে এবং রোববার বিকেলে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়।
আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২) একই গ্রামের মোঃ গুদু আলীর ছেলে মিলম(২৫) এবাদুল হকের ছেলে মোঃ সানাউল( ১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯),মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি ( ১৯), মোঃ ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।
শিবগঞ্জ থানার তদন্ত ওসি সুকোমল চন্দ্র দেবনাধ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই কারনে আরো কয়েকজন ডাকাত সদস্যকে আটক করার পর শনিবার রাতে ছয়জনকে আটক করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে শিবগঞ্জ রাত ৮ টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশাল দীঘি নামক এলাকায় , পরদিন শনিবার ভোর ৬টার দিকে একই এলাকায় দ্বিতীয়বারের মতো ডাকাতের কবলে পড়েন ঢাকা থেকে বাড়িমূখি মানুষরা। এসময় এক শিশুসহ আহত হয়েছেন ৯জন।
এর আগে ৩১ জানুয়ারী একই এলাকার ২ স্থানে ২টি ডাকাতির ঘটনা ঘটে।
শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মো. ইসমাইল হোসেন সাইম জানান, গত এক মাসে অন্তত ১৫/১৬টি ডাকাতির ঘটনা ঘটে। সাধারণ মানুষ ডাকাতির আতঙ্কে রয়েছে। নিরাপদে রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে উঠেছে। তিনি এই রাস্তায় ডাকাতির কবল থেকে নিরাপত্তার দাবি জানান।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, গত রাতে যে ঘটনাটি ঘটেছে তা একটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের পুলিশ প্রতিনিয়ত টহলে রয়েছে। ডাকাতির ঘটনাটি যারা ঘটনাচ্ছে তারা প্রকৃত মাদকসেবী।
মাদকের জন্য টাকা না থাকায় তারা এই ছিনতাইয়ের পথ বেছে নিয়েছে। আগের তুলনায় অনেকটা ডাকাতি-ছিনতাই কমে এসেছে দাবী করে তিনি আরও বলেন, এর আগে ডাকাতির গ্যাং গ্রুপের গ্যাং প্রধান আহসান ঠুঠা সহ ৪জনকে আটক করে জেলখানায় পাঠানো হয়েছে।
শনিবার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে আমাদের অভিযান অব্যহত রয়েছে।