শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অবিভাবক, অত্র প্রতিষ্ঠানের ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অবিভাবক, অত্র প্রতিষ্ঠানের ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দাদনচক বেল আফরোজ ইদ্রিসী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিসেফ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের সহোযোগিতায় বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আজম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহা: শাহিন আক্তার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বন্দনা সাহা, উপস্থাপনায় ছিলেন, জেলা প্রোগ্রাম অফিসার, উত্তম জেড মণ্ডল, এসএসবিসি প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক শফিকুল আলম, ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শকুরুদ্দিন শুকুদ্দি, নাজমা পারভীন, প্রধান শিক্ষক, দাদনচক-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাওলানা মনিরুল ইসলাম, মানিকুজ্জামানসহ আরও প্রমুখ।
আলোচনায় চেয়ারম্যান, মুহাম্মদ আজম আলী বলেন, ইতোমধ্যে দূর্লভপুর ইউনিয়ন পরিষদকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সবাইকে বাল্য বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ জানান, এছাড়াও অন্যান্য বক্তারা অভিভাবকদের সচেতন হওয়ার ছাত্রীদেরও সচেতন হওয়ার আহবান জানান যেন একটি ছাত্রীরও বাল্যবিবাহ না হয় পরে জেলা প্রোগ্রাম অফিসার প্রজেক্টর এর মাধ্যমে বাল্য বিয়ে ও শিশু সহিংসতা নানা দিক ও বাল্য বিয়ের কুফলসহ কিছু সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।