আমার ছোট গ্রাম
মোঃ জিহাদ হাসান-আমার ছোট গ্রাম

মো জিহাদ হাসান
সূর্যি মামা উঠলো জেগে,
সকাল তবে হলো।
পাখি ডাকে কিচিরমিচির,
মাঠে সবায় চলো।
আমার গ্রামের ছোট বাড়ি,
ছোট ছোট ঘর।
থাকে সবে মিলে মিশে,
নহে কেও পর।
দিন যায় রাত আসে,
কেটে যায় দিন।
হেসে খেলে কাটায় মোরা,
বাজায় খুশির বিন।
আমার এ গ্রাম খানি,
সবুজে ঘেরা।
তাই তো ছুটে আসি,
ভেঙে সকল বেড়া।
এই প্রকৃতির মাঝে আমি,
লিখেছি আমার নাম
সবার চেয়ে সুন্দর,
আমার ছোট গ্রাম।