গামছার গুণ

গামছার গুণ-সাইফুল ইসলাম সরকার

গামছার গুণ

গামছার গুণ

সাইফুল ইসলাম সরকার

মাঠে-ঘাটে গতর খাটে

গাঁও-গেরামের রাখালে

তাদের জ্বালা ঠিক বোঝা যায়

মাটির দিকে তাকালে।

কৃষাণ শ্রমিক কাজের শেষে

বাড়ি ফিরে আসে

গামছা হাতে গিন্নিরা সব

দাঁড়ায় তাদের পাশে।

বধূ হাতের নরম ছোঁয়ায়

মুছে ফেলে তপ্তঘাম

কৃষাণ-শ্রমিক পরম সুখী

খুশি বিশ্ব-ধরাধাম।

গামছা কাঁধে নেতার পিছে

ঘোরে চামচাগুলি

গামছা দিয়েই সাফ করে দেয়

নেতার চরণধূলি।

কাজটা তাদের তোষামোদি

এবং ফায়দা লোটা

গামছা-গুণেই চামচারা-সব

হচ্ছে ফুলে মোটা।

ভোট ডাকাতি কেন্দ্র দখল

ঘুষের ছড়াছড়ি

খাদ্য ভেজাল ওষুধ ভেজাল

ভেজাল বিষের বড়ি।

আমজনতা 'কুনঠে বাহে'

জেগে ওঠো, জাগাও

এসব কিছু রুখতে ওদের

গলায় গামছা লাগাও।