শিবগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশনের আয়োজনে একটি দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশনের আয়োজনে একটি দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে গায়নী, মেডিসিন ও চক্ষু চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল এবং তত্ত্বাবধানে ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংগঠক আজমাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ বাবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শামসুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শফিকুল ইসলাম বাদল ও মোঃ আকমাল হোসেন।
ফ্রী ক্যাম্পে কয়েক শো রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল মানবিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।