চাঁপাইনবাবগঞ্জে পুলিশে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার
পুলিশের অভিযানে ১ জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে এ সময় দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১ জন প্রতারক কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রতারক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পু গ্রামের আবেদা বেগম ও কিনুর ছেলে রফিক ওরফে রাফিক আইবেরি (৪৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে বিভিন্ন প্রার্থীকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল আসামি রফিক।
এরই প্রেক্ষিতে ১০ মার্চ রোববার একটি জিডি করা হয়। জিডি নং-৭৪। পরবর্তীতে একই দিন রাত সোয়া ১০ টার দিকে ছোট টাপ্পু গ্রাম থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক রফিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম-পিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই আসগর আলী পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে।