শিবগঞ্জ সীমান্তে গাঁজাসহ আটক-১

বিজিবি সীমান্ত এলাকায় মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

শিবগঞ্জ সীমান্তে গাঁজাসহ আটক-১

মোঃ ইয়ামিন হাসান শুভ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ, ০৪ অক্টোবর ২০২৪: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান বন্ধে নিয়মিত টহল পরিচালনা ও বিশেষ অভিযানের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ০৪ অক্টোবর দুপুর ০২:৩০ মিনিটে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ী ঘাটের পশ্চিম পার্শ্বে কলা বাগানে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রুবেল (৩২), পিতা-মোঃ মন্টু, গ্রাম-কদমতলা, পোষ্ট-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১ কেজি ৮০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও মোবাইল ফোনসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, "বিজিবি সীমান্ত এলাকায় মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে, এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।