শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোটোলা গ্রামের মোঃ মজিবুর রহমান পাঁচু'র ছেলে মোঃ পাইরুল ইসলাম (৪৬)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে শনিবার দুপুরে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২০ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে মাদক পাচারের গোপন সংবাদে শিবগঞ্জ থানার মনাকষা উইনিয়নের নামোটোলা গ্রামে অভিযান চালানো হয়।

এসময় শিবগঞ্জ উপজেলার নামোটোলা গ্রামের মোঃ পাইরুল ইসলাম এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।