শিবগঞ্জে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে

শিবগঞ্জে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

কপোত নবী স্টাফ রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।১৮ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুরে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া দু'জনের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুরের মো. মোরসালিনের স্ত্রী মোছা. মুরশিদা খাতুন (২৯) ও তাদের ছেলে মো. মুজাহিদ হোসেন (৮)।

ওসি গোলাম কিবরিয়া বলেন, বাড়ির আঙিনায় কাপড় শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান মুরশিদা খাতুন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসে তার ছেলে মুজাহিদ। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।