শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ অক্টোবর) সকালে শিবগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ। এ সময় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি টিম।

অভিযান চলাকালে অবৈধ মাদক সেবনের অপরাধে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দুইজনকে দুইজনকে ১ মাস ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।একইসাথে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয়ের সাথে জড়িত অপর এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বলেন,মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।