শিবগঞ্জ একজন বই প্রেমিক শান্তি নিবিড় পাঠাগার থেকে জ্ঞানের আলো ছড়াচ্ছে নাহিদ উজ্জামান

শান্তি নিবিড় পাঠাগারের ৩ হাজারের উপরে বইয়ের মাধ্যমে জ্ঞানের আলো ছড়াচ্ছেন নাহিদ উজ্জামান

শিবগঞ্জ একজন বই প্রেমিক শান্তি নিবিড় পাঠাগার থেকে জ্ঞানের আলো ছড়াচ্ছে নাহিদ উজ্জামান

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার জাল মাছমারি ৭ নাম্বার ওয়ার্ডে জন্মগ্রহণ করেছেন নাহিদ উজ্জামান নিজে শিক্ষার্থী হয়েও সঞ্চয়ী মনোভাবাপন্ন ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে তৈরী শান্তি নিবিড় পাঠাগারের ৩ হাজারের উপরে বইয়ের মাধ্যমে  জ্ঞানের আলো ছড়াচ্ছেন নাহিদ উজ্জামান। 

শান্তি নিবিড় ট্রেডার্স  নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের লাভের অংশ থেকে বইগুলো পাঠাগারে কেনেন। 

২০২০সালের ১৪ ফেব্রুয়ারীর পর থেকে তেরী করা এই পাঠাগারের স্কুল কলেজের পড়া কোরআন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞানের আলো ছড়াচ্ছেন। নাহিদ উজ্জামান এর শিক্ষাজীবন তিনি ২০১৩ সালে পঞ্চম শ্রেণী পাস করেছেন ৬ নং জালমাছ মারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, ২০২০ সালে এসএসসি পাস করেছেন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে, ২০২২ ইন্টার পাস করেছেন শিবগঞ্জ কারিগরি কলেজ থেকে, বর্তমানে এখন তিনি কানসাট সোলেমান ডিগ্রী কলেজে পড়া লেখা করছেন, তার স্বপ্ন ছিল অসহায়,দুঃস্থ ও এতিমদের লেখাপড়ার জন্য বই,খাতা কলম কিনে দেওয়া এবং শিক্ষক  দিয়ে প্রথম থেকে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফ্রিজে প্রাইভেটও পড়ান ব্যবস্থা ছাত্রদের কোন পয়সা নেওয়া হয় না ।  ২০২০ সাল থেকে এ পর্যন্ত  বিভিন্ন  শ্রেণীর প্রায় ৬০ জন  অসহায়  ও দুংঃস্থ শিক্ষার্থীদের মাঝে ৬০ সেট বই , অসহায় পরিবার গুলোকে চিকিৎসা করতে নগদ অর্থ প্রদান ৩০ টি অসহায় পরিবারের মাঝে চাউলের বস্তা, স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে সহ রাস্তার ধারে গাছ লাগানো, কোরআন শরীফ ২ শো পিচ বিতরণ করা হয়েছে, এইচএসসি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা হলে পাঠাগারের পক্ষ থেকে প্রতিবছরই উপহার প্রদান করা হয়, ২০১৫ সালের পর থেকে মোট দুই ঈদে ২ হাজার এর উপরে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে । ব্যক্তিগত জীবনে একজন সৌখিন ব্যক্তির মতো নাহিদ উজ্জামান 

শিবগঞ্জ ইসরাইল মোড়ে একটি চা দোকান‌ বিশেষ অবদান রেখেছেন শান্তি‌ নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদ উজ্জামান কারো কষ্টের কথা শুনলে ছুটে যাওয়া তার একটি অনুভূতি। 

তাছাড়া হাইস্কুল ও কলেজ পর্যায়ের জন্য বিভিন্ন  শ্রেণীর২০২৫ সালের নতুন কারিকুলাম এর নতুন গাইড আসলেই লাইব্রেরীতে তোলা হবে শিক্ষার্থীদের জন্য । সেগুলো শিক্ষার্থীরা নতুন ক্লাশে ওঠার সাথে সাথে বইয়ের সেটগুলো নিয়ে যায় এবং বছর শেষে  পূর্বের বইগুলি জমা দিয়ে নতুন ক্লাশের জন্য আরো একসেট বই নিয়ে যায়। এভাবেই চক্রাকারে বই বিতরণের মাধ্যমে প্রাইমারী থেকে কলেজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় । 

এখানেই শেষ নয় নাহিদ উজ্জামানের  শিক্ষাসেবা মূলক কাজের অওয়াতায় আরো রয়েছে, বিভিন্ন বড় বড় মনীষীদের জীবনী,কবি সাহিত্যিকদের লেখা কবিতা সামগ্রী ও উপন্যাস,ধর্মীয় বই, কোরান, হাদিস, অন্য ধর্মের ধর্ম গ্রন্থ সহ নানা ধরনের  সহ বই রয়েছে। যেগুলো প্রতিদিনি বিকাল  চার টা হতে রাত আটটা  পর্যন্ত বেকার যুবকসহ বিভিন্ন ধরনের শিক্ষিত লোকেরা বই পড়ে।  

এ বিষয় নাহিদ উজ্জামান বলেন ২০১৮ ও ২০১৯ সালের দিকে একটি দুইটি করে নিজের জমানো টাকা দিয়ে ও পরিবারের কাছ থেকে নিয়ে অনেক অসহায় পরিবারগুলোকে বই খাতা এবং আর্থিক সহযোগিতা করেছেন তার পরে প্রতিষ্ঠিত করা হয় শান্তি নিবিড় পাঠাগার মা, বাবা কে যতটা ভালবাসেন সেইরকম বই খাতা, পশুপাখি, কবুতর, গাছপালার উপর ভালোবাসা হয়ে যায় অন্যরকম বিভিন্ন জাতের বিদেশি ও দেশি কবুতর ১০০ জোড়ার উপরে আছে সেগুলো কাছে না থাকলে ভালো লাগে না আমার চেয়েছিলাম আমি  অসহায় ও দু:স্থদের সেবায়  ও তাদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর ব্যবস্থা করবো করতে পেরে আমি গর্বিত ।